নরসিংদীতে হিন্দু হত্যা দাবিতে মুসলিম ব্যক্তিকে হত্যার ঘটনার ভিডিও প্রচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
গত অক্টোবরে নরসিংদী জেলার কাউরিয়া পাড়ায় একজন হিন্দুকে হত্যার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরসিংদীতে হিন্দু ব্যক্তিকে হত্যা শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, মুসলিম ব্যক্তি হত্যার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ‘Mujib force’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ০১ অক্টোবর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, নরসিংদী জেলার কাউরিয়া পাড়ার ইদগাহ মাঠ নামক স্থানে একজন ব্যক্তিকে দিনের বেলা গলা কেটে হত্যা করা হয়৷
পরবর্তী অনুসন্ধানে মূল ধারার বাংলা ট্রিবিউন, যুগান্তর, ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনার বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করে জানা যায়, গত ০১ অক্টোবর নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন দুপুর ১টার দিকে প্রতিবেশী একজনের জানাজায় অংশ নেওয়ার জন্য পৌর শহরের কাউরিয়া পাড়া ঈদগাহে যান হানিফ, আড়াইটার দিকে ঈদগাহের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হানিফ পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে ও তার মায়ের নাম সায়েরা বেগম৷ অর্থাৎ, নিহত হানিফ মিয়া হিন্দু ছিলেন না৷
এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, নিহত হানিফ নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে ছিলেন। ঘটনার দেড় মাস আগে নিহত হানিফ তার মামা মো. হাবিব উল্লাহকে পারিবারিক কলহের জেরে রড দিয়ে আঘাত করে হত্যা করেন।
নিহত হানিফের পরিবার ও পুলিশ জানায়, পিতার হত্যার প্রতিশোধ নিতে হানিফের মামাতো ভাই নাঈম ও নাদিম প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে হানিফ মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় নাঈম ও নাদিম।
প্রসঙ্গত, এই ঘটনায় ৪ অক্টোবর নিহত হানিফের মা সাহেরা বেগম বাদী হয়ে নরসিংদী সদর থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-দুই। অভিযুক্ত নাঈম (৩০) ও নাদিম (২৫) ওই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
সুতরাং, হিন্দু ব্যক্তি হত্যার দাবিতে মুসলিম ব্যক্তিকে হত্যার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।