Logo
Logo
×

সারাদেশ

খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১৫ জনকে পুলিশে দিল জনতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১৫ জনকে পুলিশে দিল জনতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা পুলিশ। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এই ঘটনা ঘটে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন।

ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এলাকাবাসীর হাতে ওই ১৫ জন যুবক আটক হয়। পুলিশ তাঁদের নিরাপত্তার কথা চিন্তা করে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৭), অমিত (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। তাঁরা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসে লোকজন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসে। এ সময় তাঁরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন