চাঁদপুরের মেঘনা নদীতে এই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়
চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাখেরা নামক সারবাহী একটি জাহাজে সোমবারের সাত খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব।
চাঞ্চল্যকর ওই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে একটি মামলা হয়েছে।
র্যাব জানিয়েছে, আকাশ মন্ডল তথা ইরফান নামক একজনকে তারা গ্রেফতার করেছে।
র্যাবের কুমিল্লা ১১ ইউনিটের উপপরিদর্শক তারেক মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ থাকা ওই ব্যক্তি বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার হয়েছেন বলে র্যাব জানিয়েছে।
গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা ওই জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সে সময় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুই জন মারা যান। সূত্র: বিবিসি