Logo
Logo
×

সারাদেশ

'ফ্যাসিস্টের রাজনীতির অধিকার ও নতুন সংবিধান প্রশ্নে প্রয়োজনে গণভোট আহ্বান করুন'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

'ফ্যাসিস্টের রাজনীতির অধিকার ও নতুন সংবিধান প্রশ্নে প্রয়োজনে গণভোট আহ্বান করুন'

লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান বলেছেন, 'ইন্টেলেকচুয়াল ডিসকাশনের চাইতে গণসংলাপ দরকার। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, একটা গণবিপ্লবের পর যারা ক্ষমতায় আসলেন, আর যারা ক্ষমতায় আসতে চাইতেছেন ভবিষ্যতে, তারা সবাই নিজের নিজের বহুদূরের দ্বীপে বসে কথা বলছেন ও সিদ্ধান্ত নিচ্ছেন, যেন আশে পাশে কেউ নেই। মানুষের অভিপ্রায় জানতে কেউ একটা গণসংলাপের আয়োজন করা জরুরি মনে করে নাই। এই দ্বীপটা ভাঙুন। মানুষের অভিপ্রায় জানতে, সবার আগে গণসংলাপ ডাকুন ও ফ্যাসিস্টের রাজনীতির অধিকার ও নতুন সংবিধান প্রশ্নে প্রয়োজনে গণভোট আহ্বান করুন।

গত শনিবার সন্ধ্যা ৬টায় সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে চিন্তা ও ফিকিরের সংঘ ফকিরির আয়োজনে রুহ, মুক্তি ও সংবিধান শীর্ষক আলাপ ও আড্ডায় রিফাত হাসান এসব কথা বলেন।

জুলাই জেনোসাইডের প্রসঙ্গে রিফাত হাসান বলেন, 'জুলাই জেনোসাইডের পরে জেনোসাইডকারীদের রাজনীতির অধিকার আছে কিনা, তার সিদ্ধান্ত প্রশ্নে কেবল বিএনপি আর জামাতের ছোট বড় কায়েমি নেতা আর ব্যবসায়ীরাই স্টেকহোল্ডার না। স্টেকহোল্ডার সাধারণ মানুষ। এই আম জনতার মতামত ছাড়া আপনারা কোন অথরিটিতে ফ্যাসিস্টের পুনর্বাসনের পক্ষে কমিশন করেন ও রায় দেন?'

রিফাত হাসান আরও বলেন, 'ইন্টেলেকচুয়াল আলাপ আমরা গত পনেরো ষোল বছর বসে বসে করেছি। আমাদের সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি এখনও যদি স্পষ্ট না হয়, এখন আর আপনাদের বুদবুদ শুনে কাজ নেই। আপনারা আবার একই সা-রে-গা-মা-পা-তে নাকানি চুবানি খােচ্ছেন, এর অর্থ পুরোনো ফুলের বাগানের প্রতি আপনি স্মৃতিকাতর, যা আমরা হাসিনার আমলে ফেলে আসছি। মেনে নিন, তা আর ফিরে আসবে না।'

তিনি বলেন, 'চব্বিশের গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের যে দর্শনগত জায়গা, তা এর আগের দর্শনগত জায়গার সাথে এক না। এই অভ্যুত্থান হাসিনা ও বাকশালের কলোনীব্যবস্থার অনেকগুলো ভেল্যু অস্বীকার করেছে ও গুড়িয়ে দিয়েছে। ১৯৭১ এর জন-মুক্তির যুদ্ধে বিজয়ের পরে আমাদের মুক্তি ও রুহের জায়গাটা লিমিট করে দিয়েছিল বাহাত্তরের সংবিধান। তার পরিবর্তে ঢুকিয়েছিল চার মূলনীতি, আর বাঙালি জাতীয়তাবাদ, যা মূলত অনন্ত ন্যায়যুদ্ধের বীজগণিত হিসেবে কাজ করেছে। এই বীজগণিত মূলত অন্যায় যুদ্ধ ও ফ্যাসিস্টদের অনন্ত গণহত্যার দ্বার উন্মুক্ত করেছিল। ফলে, রাষ্ট্র ও সংবিধানের সাথে আমাদের টুটে যাওয়া রুহ ও চব্বিশে যে জনমুক্তির অভিপ্রায় টের পাওয়া গেছে, তার সংযোগ ঘটাতে না পারলে, এই অভ্যুত্থান অনর্থ হবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ফকিরির সদস্য ওয়াহিদ রোকনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রিফাত হাসানের দীর্ঘ আলোচনা শেষে প্রশ্নোত্তরপর্বে শ্রোতারা লেখকের সঙ্গে উন্মুক্ত আড্ডায় অংশ নেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন