Logo
Logo
×

সারাদেশ

তালায় যুবদল কর্মী পরিচয়ে ২ সাংবাদিকের ওপর হামলা

Icon

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

তালায় যুবদল কর্মী পরিচয়ে ২ সাংবাদিকের ওপর হামলা

ভিডিও থেকে নেওয়া ছবি

সাতক্ষীরার তালায় যুবদলকর্মী পরিচয় দিয়ে দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলা হয়েছে। হামলায় ওই দুই সাংবাদিক আহত হয়েছেন। হামলাকারী দুর্বৃত্তের নাম রমজান সরদার (৩৬)। তিনি ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। 

আহত সাংবাদিকরা হলেন, জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকা সাতক্ষীরার সকালের প্রতিনিধি মো. আতাউর রহমান। তাদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত একটি বিরোধের মীমাংসার দিন আজ ধার্য ছিল। এই সংক্রান্ত মামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা রমজান নিজের কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে।

এ ঘটনায় সাংবাদিক আক্তারুলের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউরকে কিলঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়ের জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মীমাংসার জন্য পরিষদে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কিছু বুঝে উঠার আগেই পেছন দিক থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়। এ সময় সাংবাদিক আতাউরকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে সন্ত্রাসী রমজান বলেন, সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এঘটনায় আমিও আহত হয়েছি।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন