Logo
Logo
×

সারাদেশ

জুবায়েরপন্থিদের ইজতেমা নির্ধারিত তারিখেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

জুবায়েরপন্থিদের ইজতেমা নির্ধারিত তারিখেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শুধু নির্বাচন নয়, যেকোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত। আমাদের পজিশন হলো—যারা অপরাধ করেছে, তারা অপরাধী, তাদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর হস্তে দমন করব এবং তাদের আইনের আওতায় অবশ্যই আসতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফিসহ র‍্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদপ্তর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। এখন পরিস্থিতি মোটামুটি নরমাল হয়ে গেছে। যেহেতু ৩১, ১ ও ২ বিশ্ব ইজতেমার যে তারিখ আছে জুবায়েরপন্থিদের ওই তারিখেই হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দুই লাখ দুই হাজার অপারেশনাল পুলিশ আছে। প্রায় ১২ হাজারের মতো আছে সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র‍্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো অসুবিধা হবে না।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন