Logo
Logo
×

সারাদেশ

এবার চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নেতা জসিমকে ছুরিকাঘাতে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

এবার চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নেতা জসিমকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান।

ওসি বলেন, ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করার ফলে হয়তো শ্বাস নালি কেটে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের যেভাবে গুম করে অপহরণ করে হত্যা করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর পিছনে আওয়ামী সন্ত্রাসীদের মদদ রয়েছে। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ডগুলো ঘটছে।

পুলিশের ভূমিকা নিয়ে রাসেল আহমেদ বলেন, পুলিশ প্রশাসনের বড় ধরনের ব্যর্থতা রয়েছে। তারা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে না পারায় ঘটনাগুলো বার বার ঘটছে। পুলিশের প্রতি জনগণের যে আস্থা হারিয়েছে সেটি পুনরুদ্ধারে পুলিশকে কাজ করতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে জসিমের পরিবারের অভিযোগ বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার চাচা বশির আহমদ বলেন, ময়লার ডিপোর সাথে তাদের বাসা। ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। মূলত আমার ভাতিজা বিএনপি নেতা খসরুর গ্রুপের রাজনীতি করতো। বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন