Logo
Logo
×

সারাদেশ

হাতকড়া নিয়েই মায়ের মরদেহ বইলেন যুবলীগ নেতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

হাতকড়া নিয়েই মায়ের মরদেহ বইলেন যুবলীগ নেতা

কুমিল্লার লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব হাতকড়া নিয়েই মায়ের মরদেহ বইছেন। ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে তার হাতকড়া খুলে দেয়নি পুলিশ। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে। এরই মধ্যে এ ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, জানাজা ও মরদেহের খাটিয়া বহনের সময় ওই ব্যক্তির এক হাতে হ্যান্ডকাপের অংশ বিশেষ ঝুলে ছিল। এক কথায় বলতে গেলে দুই হাতই খুলা ছিল, এ নিয়ে বিতর্কের কোন কারণ দেখছি না। নিরাপত্তার কারণে শুধু জেলা ও থানা পুলিশ পাশে ছিল।

স্থানীয় সূত্রে সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর থেকে একটি হত্যা ও নাশকতার মামলায় কারাগারে আছেন ওই যুবলীগ নেতা আবদুল মোতালেব। গত রবিবার রাতে তার মা হাফেজা খাতুনের বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর পরিবারের পক্ষ থেকে মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আবদুল মোতালেবের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়। সোমবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার। 

পরিবারের লোকজন জানান, কারাগার থেকে বের হয়ে একটি ব্যক্তিগত গাড়িতে তিনি প্রথমে বাড়িতে যান। এ সময় মৃত মাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়লে পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেন। এরপর এক হাত থেকে হাতকড়া খুলে দিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে অনুরোধ করলেও সাড়া মিলেনি। তাই হাতকড়া নিয়েই তিনি মায়ের জানাজায় অংশ নেন এবং  মায়ের মরদেহের খাটিয়া কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যান। 

জানাজা আগে দেওয়া বক্তব্যে আবদুল মোতালেব বলেন, ‘আমার নসিব খারাপ। ২০০২ সালে যখন সেনাবাহিনী যখন আমাকে গ্রেপ্তার করে তখন আমার বাবা স্ট্রোক করে মারা গেছেন। এ মাসে ধরার পর আমার মা মারা গেছেন। একই বিপদে বাবা ও মাকে হারাইছি। আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন।’ 

কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাজ্জাদ করিম খান বলেন, ছাত্রজনতার মিছিলে হামলা ও হতাহতের ঘটনায় দায়ের করা একটি মামলায় ওই যুবলীগ নেতা মোতালেবসহ অন্যদের নাম তদন্তে পাওয়া গেছে। তাই তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন