Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কচুয়া গ্ৰামের শাজাহান মিয়া (৩৫) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের কাগজি গ্ৰামের নাসির মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শাহজাহান ও নাসির মিয়া বাঙ্গালপাড়ার দিক থেকে একটি মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের আটক করে। পরে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে তাদের বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ সময় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মহিষসহ দুই যুবককে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে, ঘটনাস্থলে দুই যুবক মারা যায়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন