Logo
Logo
×

সারাদেশ

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়: আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে। সাম্য ও ন্যায্যতার ভিত্তিতেই দুই দেশের পারস্পরিক সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) আয়োজিত ‘অ্যাচিভিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস: ফাইনাল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ–ভারত উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে নাকি পরে হবে, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর।’

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরডোর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী। কুমিল্লা সফরে উপদেষ্টার একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তার সফরসঙ্গী ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন