Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় হাতকড়া নিয়ে মায়ের জানাজা-দাফনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

চুয়াডাঙ্গায় হাতকড়া নিয়ে মায়ের জানাজা-দাফনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা

হাতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। গতকাল মঙ্গলবার মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক এই সহসভাপতির হাতকড়া খোলা হয়নি। তিনি হাতকড়া নিয়েই মায়ের মরদেহ কাঁধে কবরস্থানে যান।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন (৭০) নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন। বিকেল ৪টার দিকে জাহাঙ্গীর প্যারোলে চার ঘণ্টার জন্য মুক্তি পান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত ১২ নভেম্বর থেকে জাহাঙ্গীর জেলহাজতে। ৫ আগস্ট সংঘর্ষের একটি মামলায় গ্রেপ্তার হন জাহাঙ্গীর। পুলিশ লাইনের একটি দল তাকে প্যারোলে বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে প্রকৃত অর্থে কী হয়েছে তা জানার চেষ্টা করছি।

জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিলেন। আজকে সকাল ৯টার দিকে সম্ভবত স্ট্রোক করেই তিনি মারা গেছেন। জাহাঙ্গীর জানাজায় অংশ নিয়ে মায়ের জন্য মোনাজাত করতে পেরেছে, এতে আমরা সন্তুষ্ট।

এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, কীভাবে হাতকড়া পরানো ছিল সেই বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না। তবে নিয়ম অনুযায়ী তো একেবারে ছাড়া থাকবে না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন