Logo
Logo
×

সারাদেশ

নগরকান্দায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ এএম

নগরকান্দায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দুইজন হলেন উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম সরদার (২০) ও পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২৪)। 

এ সময় তাদের মোটরসাইকেলে থাকা অপর আরোহী খালিদ (১৭) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে শাওন মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান, রাত আনুমানিক ৮টার দিকে ভাঙ্গার দিক থেকে আসা মোটরসাইকেলটি নগরকান্দার নাগারদিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদকে গুরুতর অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাওনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন