Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ-যুবলীগ দ্বন্দ্ব: সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

আ.লীগ-যুবলীগ দ্বন্দ্ব: সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

আওয়ামী লীগ ও যুবলীগ দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও কল্পনা বেগম (৩২) নামে এক নারী।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইউনিয়নের মেথিকান্দা এলাকায় সংঘর্ষ হলে তারা মারা যান।

রায়পুরা থানার ওসি মো. আব্দুল জব্বার বলেন, স্থানীয় দুটি গ্রুপের দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে। এর জেরে মানিক মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে কল্পনাকে গুলি করে হত্যা হরা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন