Logo
Logo
×

সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি

Icon

ইউএনবি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

বেনাপোল সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি

যেকোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বেনাপোলের ধান্যখোলা, রঘুনাথপুর, সাদিপুর, ঘিবা, পুটখালী, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আচড়া, গাতিপাড়াসহ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বসবাসরত জনসাধারণও সতর্ক রয়েছেন। বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পাহারা দিচ্ছেন।  সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যার পর জনসাধারণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও, বিজিবি সীমান্ত এলাকায় কাউকে যেতে দিচ্ছে না। সড়ক ও বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, বিজিবি সদর দপ্তর থেকে ইতোমধ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে সব ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। 

সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের ওপারে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। এছাড়াও যেকোনো ধরনের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যশোর সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে ইসকন সদস্যরা একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা ও মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে জড়িত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।  প্রতিবাদে গত সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়।

একই দিনে বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বিজেপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  ইসকন সদস্যরা। তারা বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধের হুমকি দিলেও তা কার্যকর হয়নি। 

বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান, আমদানি-রপ্তানি ও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন