Logo
Logo
×

সারাদেশ

ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

Icon

ইউএনবি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের ৫৪ ভক্তকে ফেরত পাঠাল ইমিগ্রেশন পুলিশ। আজ রবিবার (১ ডিসেম্বর) বেলা ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত পাঠায়।

এর আগে গতকাল শনিবার ও আজ রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোলে আসেন।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে এসেছিলেন তারা। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ইসকন ভক্তদের ভারত ভ্রমণ সন্দেহজনক বলে মনে হয়েছে। তাই ৫৪ জন ভক্তকে ভারতে প্রবেশের অনুমতি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন