'প্রয়োজনে আমরা স্বেচ্ছায় নদীভাঙন রোধে কাজ করব'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
কুড়িগ্রামের চিলমারী উপজেলার 'চিলমারী' ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষায় প্রকল্প গ্রহণের দাবি, হাট ও ঘাটের খাজনা বাতিল এবং স্বাধীন স্থানীয় সরকারের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান। সমাবেশে এইচ এম মেহেদীর সঞ্চালনায় ও ইউপি সদস্য আঙ্গুর মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোদ্দার, প্রধান শিক্ষক সাদাকাত হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শানজু মিয়া, স্থানীয় সংবাদকর্মী সাওরাত হোসেন সোহেল, মোনায়ার হোসেন মিনা, আরিফ আক্তার মিশু, নজির হোসেন।
সমাবেশে বক্তারা দাবি করে বলেন, যেকোনো মূল্যে চিলমারী ইউনিয়নকে ভাঙন থেকে রক্ষা করতে হবে। ইতিমধ্যে ভাঙনে শতাধিক ঘরবাড়ি, আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। এর আগে, প্রায় সাড়ে চার হাজার গাছ দিয়ে বান্ডাল তৈরি করেও চর রক্ষা হয়নি।
বক্তারা আরও বলেন, তিন বছর হতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এই চরে বছরে প্রায় ২০ লক্ষ টন ভূট্টা উৎপাদন হয়। অথচ এই চর রক্ষায় কারো নজর নেই। প্রয়োজনে আমরা স্বেচ্ছায় নদীভাঙন রোধে কাজ করব। তবুও এই ইউনিয়নকে রক্ষার দাবি তাদের।