কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৮ পিএম
ট্রেনের ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন অটোরিকশা। ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফাতেমা বেগম, সানু মিয়া, ফারজানা বেগম ও সাজু মিয়া। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। হতাহতরা বাকশিমুল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল ‘চট্টলা এক্সপ্রেস’ নামের ট্রেনটি। বুড়িচংয়ে একটি গ্রামীণ রেলক্রসিং দিয়ে যাত্রীবাহী অটোরিকশাটি রেললাইনে উঠে পড়লেই এই দুর্ঘটনা ঘটে। গ্রামীণ ওই রেলক্রসিংটিতে সিগনাল দেওয়ার কোনো কর্মী ছিল না। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, হতাহতরা বাকশিমুল এলাকার বাসিন্দা। স্থানীয় বাজারে বাজার করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা।