Logo
Logo
×

সারাদেশ

ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ!

পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদলের তিন কর্মীকে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। আজ রবিবার সকালে নেছারাবাদের জুলুহার বাজারে এই ঘটনা ঘটে।

আহত ছাত্রদলের তিন কর্মী হলেন মো. হাসান, সিয়াম এবং রিয়ান। আর হামলাকারী ছাত্রলীগের তিনজন হলেন উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। হামলাকারী সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী।

আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেছিল। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে রবিবার সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা করেন।

আহত আরেক ছাত্রদল কর্মী মো. হাসান বলেন, রিয়াদ তার বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা করেছে। রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখেছিল আর আর রিয়াদ আমাদের পিটাতে থাকে।

হামলাকারীদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা এখন ক্ষমতায় নেই, তারপরও তারা আমাদের ছাত্রদলের ভাইদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেড়িয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিঅ্যাক্ট দেওয়া নিয়ে ঘটনা ঘটেছে

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন