Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশে আর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: ধর্ম উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

বাংলাদেশে আর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আলেমরাই একদিন এ দেশে নেতৃত্ব দেবেন। বর্তমানে মাদ্রাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। বাংলাদেশে আর কোনো দিন নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদের (নাস্তিক) আর ঠাঁই হবে না এ দেশে। পাশাপাশি এ দেশে আর কোনো ঘুসখোর থাকবে না।

গতকাল বুধবার রাতে ছারছিনা দরবার শরীফের মরহুম পির মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ রহ. এর ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইসলাম ও কোরআনের আলোকে জীবনযাপন শুরু করলে মানুষের মধ্যে ইমানি শক্তি বাড়বে। আর অল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনকে অনুসরণ করে চললে রাষ্ট্রের দায়িত্বশীল কোনো ব্যক্তি অন্যায় পথে চলবে না। এতে রাষ্ট্র ও সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসবে এবং মহান আল্লাহর প্রদর্শিত পথে চলবে সবাই।

দেশে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়ে শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল ব্যক্তিরাসহ সবাই এগিয়ে আসবেন বলে আশা করেন তিনি।

ড. আ ফ ম খালিদ বলেন, অচিরেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করব আমরা। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। মূলত আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের দায়িত্ব সাময়িকভাবে পালন করছি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন