Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

কক্সবাজার এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল রবিবার ও আজ সোমবার ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসে অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন সমস্যা দূরীকরণের লক্ষ্যে পারিবারিক বাসস্থান 'সেনানীড়' এবং 'স্বপ্নচূড়া' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এদিকে প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধানের পত্নী সারাহনাজ কমলিকা জামান কক্সবাজারের রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান 'প্রয়াস' উদ্বোধন করেন। এছাড়া তিনি রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরিবর্তিত নাম শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নতুন ফলক উন্মোচন করেন।


অনুষ্ঠানে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন