Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনে হতাহতের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

আন্দোলনে হতাহতের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।

আজ রবিবার বেলা ১১টায় পটুয়াখালী দশমিনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এ সময় হাসনাত জিহাদের পরিবারের খোঁজখবর নেন। এর আগে ভোর ৪টায় দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন শাহাবুদ্দিন মাস্টারের বাড়ি পৌঁছান হাসনাত। তিনি শাহাবুদ্দিন মাস্টারেরে ছোট মেয়েকে বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি আসেন। পরে বেলা ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের পরিবারের খোঁজখবর নেন এবং জিহাদের কবর জিয়ারত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বেশি নির্যাতিত হয় বিএনপি। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন