Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিকসহ আটক ৭

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিকসহ আটক ৭

রাঙামাটির বরকল থেকে দুজন ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার লঞ্চঘাট চেকপোস্ট ছোটহরিণা-রাঙামাটিগামী যাত্রীবাহী একটি স্পিডবোট থেকে তাদের আটক করেছে বিজিবির বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)। আটক ভারতীয় দুই নাগরিক হলেন সুরেশ চাকমা (৩৯) এবং অরংখান চাকমা (৩০)।

বিজিবি বরকল ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, ‘আটকদের কাছে কোনো ভিসা-পাসপোর্ট ছিল না। তারা অবৈধভাবে থেগামুখ এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি নগদ ২ লাখ ৬৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি।’

লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস আরও বলেন, উদ্ধার করা মোবাইল ফোনটি ভারতীয় নাগরিক সুরেশ চাকমার। তার কাছ থেকে তার ছবি সম্বলিত ভারতীয় নির্বাচন কমিশনের আইডি কার্ড ও তার নিজের আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়া ভারতীয় নাগরিকদের সহযোগী হিসেবে স্পিডবোটের চালকসহ পাঁচ বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, আটক ভারতীয় নাগরিক এবং তাদের সহযোগী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন