ফের ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণসামগ্রী রড ও সিমেন্ট নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে দুই ট্রলারসহ ছয়জনকে ধরে নিয়ে গেছে। এদের মধ্য ৫ জন বাংলাদেশি ও ১ জন রোহিঙ্গা বলে জানা গেছে। আজ বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এ তথ্য জানান।
ধরে নিয়ে যাওয়া ছয়জন হলেন সেন্টমার্টিন পূর্ব পাড়ার বাসিন্দা ফয়জু, মোস্তাক মাঝি, আব্দুর রহমান মাঝি, নুর আলম, ইমরান ও অপরজন রোহিঙ্গা।
আব্দুর রশিদ জানান, গতকাল মঙ্গলবার রড-সিমেন্টসহ বিভিন্ন মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মিরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এখনো ফেরত দেয়নি। তাদের ফেরত আনতে পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য এখনও পৌঁছায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক নাফ নদী এলাকা থেকে বাংলাদেশি মাঝি-মাল্লাদের অপহরণের ঘটনা বেড়েছে। এ বিষয়ে নৌযান মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।