Logo
Logo
×

সারাদেশ

গরম কবে কমবে?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

গরম কবে কমবে?

আজ কার্তিক মাসের ১৭ তারিখ। দেশের দক্ষিণাঞ্চলে এখনো গরম। তবে শীতের আগমনী বার্তা পাওয়া গেছে উত্তর অংশে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে। এছাড়া অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে পূর্বাভাস দিয়েছে, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় রংপুরের রাজারহাটে সাত মিলিমিটার এবং কক্সবাজার ও পটুয়াখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে। আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। তবে ঢাকায় শীত পড়তে এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আরও বলেন, আমরা ধারণা করছি, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন