Logo
Logo
×

সারাদেশ

তিস্তার চরে হেমন্তের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

তিস্তার চরে হেমন্তের ছোঁয়া

হেমন্তের ছোঁয়া লালমনিরহাটের তিস্তাবিধৌত চরাঞ্চলে। নবান্নের আনন্দ কৃষকের মনে। আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় যাচ্ছে তাদের। বন্যায় ক্ষতি কম হওয়ায় এ বছর তিস্তার চরে আমনের ভালো ফলন হয়েছে। কৃষকদের মুখে ফিরেছে হাসি।

কৃষকরা জানান, তিস্তার চরে প্রতিবছর বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হলেও এ বছর তেমন ক্ষতি হয়নি। চলতি মৌসুমে গত বছরের তুলনায় ফসল কম হলেও ধানের বর্তমান বাজার দরে সন্তুষ্ট তারা।

চলতি বছর দোনপ্রতি (২৭ শতক) ১২ থেকে ১৪ মণ করে আমন ধান পেয়েছেন তারা। এ বছর সার, কীটনাশক, ডিজেলসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় আমন ধান উৎপাদনে খরচও হয়েছে বেশি। তবে ধানের মূল্য বেশি থাকায় খরচ নিয়ে ভাবতে হচ্ছে না তাদের। প্রতি মণ ধানের বাজার মূল্য ১২০০ থেকে ১৩৫০ টাকা। 

হাতীবান্ধার চর-সির্দুনায় গিয়ে দেখা যায়, তীব্র রোদের মধ্যেই তিস্তার চরে কৃষকরা আমন ধান কাটছে। সেখানেই ধান মাড়াই করে বস্তায় ভরে নেওয়া হচ্ছে। বেশির ভাগ কৃষকের বাড়ি নদীর তীরবর্তী এলাকায় হওয়ায় নৌকা দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। খেতের পাশে ছোট ছোট টিনের চালার ঝুপড়ি ঘরও বানিয়ে নিয়েছেন অনেকে। সেখানে চলছে বিশ্রাম ও খাবার খাওয়া। আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে তিস্তার চরে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।

কৃষক আফজাল উদ্দিন বলেন, এ বছর খরার কারণে আগের তুলনায় ধান কম হয়েছে। তার পরেও দোনপ্রতি ১২-১৪ মণ ধান হবে। তাছাড়া এখন বাজারে ধানের দাম বেশি। তাই এবার লোকসান হওয়ার আশঙ্কা নেই।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, তিস্তার চরাঞ্চলে চলতি মৌসুমে ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছে কৃষকরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় চরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। যদিও খরায় ফলন আশানুরূপ হয়নি, তবে স্থানীয় ধানের বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা লাভবান হবেন।

কৃষকরা আমন ধান তোলার পর ভুট্টা, গম, আলু, শাকসবজি ইত্যাদি চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কৃষি অফিস থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন