Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পিএম

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

সুজন কান্তি দে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সুজন কান্তি দে (৪৫) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

সুজন কান্তি দের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে। এস আলম গ্রুপের কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করছিলেন তিনি।

জানা গেছে, তিনি এস আলম গ্রুপে ২৩ বছর ধরে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন