Logo
Logo
×

সারাদেশ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার

Icon

ইউএনবি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পিএম

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। 

প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে তারা সেখানে রাতে অবস্থান করতে পারবেন না।

ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং তারা রাত্রিযাপন করবেন। তবে দিনে পর্যটকের সংখ্যা দুই হাজারের বেশি হতে পারবে না। অন্যদিকে দ্বীপ পরিষ্কার ও পরিবেশ রক্ষার জন্য ফেব্রুয়ারি মাসে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এ সময় প্রেস  উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন