গুলি করে রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পিএম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প-১৭ এর ১০৪ নম্বর ব্লকের আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)।
১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন দুষ্কৃতকারী প্রবেশ করে ঐ ব্লকে আহমদ ও তার পরিবারকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে আহমদ ও তার ছেলে ঘটনাস্থলে নিহত হন। পরে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।