Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় শেরপুর জেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৩ পিএম

ভারতে পালানোর সময় শেরপুর জেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভারতে পালানোর সময় গ্রেপ্তার চন্দন কুমার পাল। ছবি: সংগৃহীত

ভারতে পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার (১৬ অক্টোবর) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এরইমধ্যে শেরপুর জেলা পুলিশের একটি দল চন্দন কুমার পালকে আনতে বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের শেরপুরে তিনজন ছাত্রকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্নগোপনে ছিলেন তিনি। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন