Logo
Logo
×

সারাদেশ

মোদির উপহারের স্বর্ণের মুকুট চুরির সঙ্গে জড়িতের ছবি প্রকাশ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

মোদির উপহারের স্বর্ণের মুকুট চুরির সঙ্গে জড়িতের ছবি প্রকাশ

প্রকাশিত যুবকের ছবি

সাতক্ষীরা শ্যামনগরের শ্রী শ্রী যশোরেশ্বরী মন্দিরের দেবী কালির মাথার মুকুট চুরির ঘটনায় জড়িত যুবকের ছবি প্রকাশ হয়েছে। যদিও ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আজ শুক্রবার (১১ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়। 

এছাড়া পুলিশ মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ও পরিচ্ছন্নতাকর্মী রেখা রানীসহ অন্তত সাতজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। 

এদিকে স্থানীয়দের দাবি, মন্দিরের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে মুকুট চুরির সঙ্গে জড়িত ওই যুবক স্থানীয় নয়। শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সীমান্ত এলাকায় তার ছবি ছড়িয়ে দিলেও কোনোভাবে তাকে কেউ শনাক্ত করতে পারেনি। 

স্থানীয়দের বলছেন, সিসি ক্যামেরায় জিন্সের প্যান্ট ও সাদা টি-শার্ট পরিহিত যুবকের একার ছবি ধরা পড়লেও চুরির ঘটনায় আরও অনেকে জড়িত।

এদিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, ইতিপূর্বে শনিবার ও মঙ্গলবার পূজার জন্য সেই মুকুট মন্দিরে নিয়ে আসা হতো। তবে বৃহস্পতিবার সেই মুকুট চুরি হলেও মঙ্গলবার পূজার পর কেন মুকুট বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাস বলেন, নিরাপত্তাজনিত দুর্বলতার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। এত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ হওয়া সত্বেও কর্তৃপক্ষ ন্যূনতম দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি। সার্বিক দৃশ্য দেখার ও জানার পর তার মনে হয়েছে, চুরির সুযোগ করে দেওয়া হয়েছে। 

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিষ্ণুপদ মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, আমার কাছে এটাকে সম্পূর্ণ স্যাবোটাজ মনে হয়েছে। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এমন কাণ্ড ঘটানোর দাবি করে তিনি বলেন, যারা মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। 

বিষ্ণুপদ মণ্ডল আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি পরিবার মন্দিরকে পৈত্রিক সম্পত্তির মতো ব্যবহার করছে। তারা যথাযথ দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় এমন চুরি ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় জড়িত যুবকসহ মন্দির কমিটির দায়িত্বশীলদের বিরুদ্ধে মামলা করারও দাবি তুলেন তিনি। 

তবে বার বার চেষ্টা করেও মন্দির কমিটির সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, মুকুট চুরির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। তবে ফুটেজে দৃশ্যমান যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মন্দিরের পুরোহিত ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। মন্দিরের পুরোহিত একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন।

মন্দির কমিটির নেতারা ঢাকায় থাকেন। এ জন্য চুরির ঘটনায় কোনো মামলা হয়নি। এখানে এসে তারা মামলা করবেন বলে জানান ওসি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৯ মিনিটে ৩০-৩৫ বছরের এক যুবক মন্দিরে প্রবেশ করেন। এরপর দেবী কালির মাথায় থাকা স্বর্ণের মুকুট চুরি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চে মন্দির পরিদর্শনকালে উপহার হিসেবে এই মুকুট দেবী কালির মাথায় পরিয়ে দেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন