মতিঝিলে সেনা ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে এক সেনা সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম
রাজধানীর মতিঝিলের সেনা ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে অমিত কুমার দাস (২৪) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।
অমিত কুমারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা আব্দুর রহিম জানান, অমিত কুমার (১৫ বেঙ্গলের বারবার) কর্মী (নাপিত) ছিলেন। আজ দুপুরে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পিছনে কর্মচারী কোয়ার্টার সেনা ক্যাম্পে সিঁড়ি দিয়ে ওপরে উঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, অমিত কুমারের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার আটারই গ্রামে। তার বাবার নাম মিলন দাস। মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে কর্মচারী কোয়ার্টারে থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা জানানো হয়েছে।