Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে জাহাজে আগুনের পর বিস্ফোরণ, নিহত ১

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

চট্টগ্রামে জাহাজে আগুনের পর বিস্ফোরণ, নিহত ১

বিস্ফোরণের পরের একটি চিত্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ 'বাংলার জ্যোতিতে' আগুনের পর বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডলফিন অয়েল জেটিতে এ দুর্ঘটনার সূত্রপাত। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। 

বাংলার জ্যোতির মালিকানা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। জাহাজে থাকা ১১ হাজার ৭শ' টন তেল সুরক্ষিত আছে। 

তিনি আরও জানান, আমদানি করা তেল পরিবহন করে এই ট্যাংকারটি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন