Logo
Logo
×

সারাদেশ

প্রতারণার মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

প্রতারণার মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

প্রতারণার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিএমপির কলাবাগান থানা-পুলিশ। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কলাবাগান থানা-পুলিশ আউয়ালসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে। এমপি আউয়াল হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের এমডি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার ঘটনায় আদালতের মাধ্যমে আদেশ প্রাপ্ত হয়ে বুধবার কলাবাগান থানায় আউয়ালসহ আরও কয়েকজনের নামে প্রতারণার একটি মামলা হয়। সেই মামলায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হ্যাভেলী গ্রুপের অফিস কক্ষ থেকে আজ বিকেল ৫টায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালকে গ্রেপ্তার করা হয়। আওয়ালের সাথে এই মামলার এজাহারনামীয় অপর এক আসামি হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নবকুমারকেও গ্রেপ্তার করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন