Logo
Logo
×

সারাদেশ

শাহ আমানতে বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক ১

Icon

ইউএনবি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

শাহ আমানতে বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম জব্দ করা হয়েছে বলে দাবি করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা ওই যাত্রীকে আটক করে।

জাকির হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার বাসিন্দা। পুরাতন ঢাকার বংশাল এলাকার শিক্কাটুলিতে থাকতেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ করে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন জাকির হোসেন। এসময় তার কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও ইউএই দিরহাম পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীরা বিমানের ভেতর থেকে তাকে আটক করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন