Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে আন্দোলনরতদের ওপর গুলি চালানো সেই মাসুদ গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

কিশোরগঞ্জে আন্দোলনরতদের ওপর গুলি চালানো সেই মাসুদ গ্রেপ্তার

মো. মাজহারুল ইসলাম মাসুদ

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার রাজধানীর ফকিরাপুল থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

উল্লেখ্য, গত ৪ আগস্ট দানাপাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার দলবলসহ বন্দুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে গত ৩০ আগস্ট একটি হত্যা মামলা করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গত ২ সেপ্টেম্বর দানাপাটুলী ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন