Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে নারী পর্যটকদের হেনস্তাকারী ফারুকুল গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

কক্সবাজারে নারী পর্যটকদের হেনস্তাকারী ফারুকুল গ্রেপ্তার

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে মো. ফারুকুল ইসলামকে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।  বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহ নারীদের হেনস্তা ও হয়রানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন