রোহিঙ্গা ক্যাম্পে দুই আরসা কমান্ডারকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
রোহিঙ্গা ক্যাম্প
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে আরসার দুই কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় মোহাম্মদ আব্দুল্লাহ নামে আরও একজন আহত হয়েছেন। আজ বুধবার ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, ভোরে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় পাশের ১৮ নম্বর ক্যাম্প থেকে ২০-৩০ জন লোক এসে তাঁদের ওপর অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইমাম হোসেন ও রহমত উল্লাহ। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।