Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় হিরো আলমের ওপর হামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

বগুড়ায় হিরো আলমের ওপর হামলা

বগুড়ায় আদালত চত্বরে ‘হিরো আলম’ নামে পরিচিত আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হামলার শিকার হয়েছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। মারধরের পর তাকে কান ধরে ওঠবস করানো হয়।

হিরো আলম আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক দুজন ডিসি, একজন ইউএনওসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় এ হামলার শিকার হন।

হিরো আলম বলেন, হামলার সময় তারা বলেছেন যে আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গালমন্দ করেছি। কিন্তু আমি হিরো আলম বলছি, কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারেন তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াব।

হামলার বিষয়ে বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, বগুড়া আইনজীবী সহকারী (মুহুরি) সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে হিরো আলমের ওপর হামলা হয়েছে। বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনে কোনো নেতা-কর্মী এই হামলার সাথে জড়িত নয়। হিরো আলম মামলা করে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। রনি আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না। ২০১৬ সাল থেকেই সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন