কুড়িগ্রামে আন্দোলনে আহত আশিক ২৮ দিন পর মারা গেলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পিএম
আশিকুর রহমান আশিক
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২৩) মারা গেছেন। আজ রবিবার দুপুরে ঢাকায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশিক উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। তিনি উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছিলেন আশিক। আশিকের পরিবারের লোকজন জানান, কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে মাথায় ঢিল লেগে আহত হন আশিক। প্রথমে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৮ আগস্ট তাকে ঢাকায় বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।
আশিকের ছোট ভাই আতিক রহমান বলেন, তার ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সেদিন ভাইয়ের সঙ্গে তিনিও আন্দোলনে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের লোকজনের ঢিল ও পিটুনিতে তিনিও আহত হয়েছিলেন।