Logo
Logo
×

সারাদেশ

পাবিপ্রবি উপাচার্য অবশেষে পদত্যাগ করলেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৯:৫০ পিএম

পাবিপ্রবি উপাচার্য অবশেষে পদত্যাগ করলেন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. হাফিজা খাতুন অবশেষে পদত্যাগ করেছেন। আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পদাধিকারী আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদ খালি হলো।

পাবিপ্রবির রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, উপাচার্য উপাচার্য ড. হাফিজা খাতুন ম্যাডাম ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।

নিয়ম অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানতে পেরেছি।

এর আগে গত সোমবার দুপুরে দায়িত্ব পাওয়ার মাত্র ৫ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মো. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা ড. মো. ইমরান হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন