বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, দায়িত্বে ডিসি-ইউএনওরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
শিক্ষা মন্ত্রণালয় দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে। প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। তবে সভাপতি অপসারণ হলে কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন।
আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।