Logo
Logo
×

সারাদেশ

৫ বাদে দেশের সব থানার কার্যক্রম শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

৫ বাদে দেশের সব থানার কার্যক্রম শুরু

সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে এখনো ৫টি থানার কার্যক্রম শুরু হয়নি। 

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই তথ্য জানানো হয়েছে।

ওই ৫টি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো কার্যক্রম শুরু করা যায়নি বলে জানানো হয়। বলা হচ্ছে, ওই ৫টির থানার প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই ৫টি থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন