Logo
Logo
×

সারাদেশ

রাজারহাটে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলার পরিকল্পনায় সংখ্যালঘুরাই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১১:৪০ পিএম

রাজারহাটে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলার পরিকল্পনায় সংখ্যালঘুরাই

রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যের বাজারে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা করা হবে বলে গুজব ছড়ি পড়ে। পরে স্থানীয় লোকজন গুজব ছড়ানো মানুষদের ধরে ফেলে। 

জানা গেছে গত ৮ আগস্ট রাজারহাটের বৈদ্যের বাজার সংস্কৃত কলেজে বৈদ্যের বাজার হিন্দু ঐক্য পরিষদ ব্যানারে প্রায় তিনশত জন সনাতনী সম্প্রদায়ের লোকজন সমবেত হন। সেখান থেকে ৬৮ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত ৬৮ জন মিলে খুলেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে আলোচনা চলে হিন্দুদের ঘরবাড়ি ও উপাসনালয়ে গুজব ছড়িয়ে দেওয়ার। 

সন্ধ্যা হতে না হতেই রীতিমত গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে ওঠে হিন্দু অধ্যুষিত এলাকাটি। পরে স্থানীয় বিএনপি নেতা পলাশ বসুনীয়ার চেষ্টায় গ্রুপের কয়েকজনকে আটক করা হয়। উদ্ধার হয় গ্রুপের সদস্যদের নামের তালিকা এবং কথোপকথনের স্কিনশট। পরে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টির সুরাহা এলে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত হয়। বিষয়টির সুরাহা হয়েছে বলে সেনাবাহিনীকে ফেরত পাঠানো হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন