চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ করছেন বন্দীরা। বাইরে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। আজ শুক্রবার পৌনে ২টা থেকে নগরীর কোতোয়ালী থানার লালদিঘীপাড়ে অবস্থিত কারাগারের ভেতরে অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা কারাগারে ঢুকেছেন।
একজন কারারক্ষী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জুমার নামাজের পর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে বন্দীরা। একপর্যায়ে কারা ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সেনা সদস্যরা আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেন তারা।
তিনি জানান, গত কয়েক দিনে হাজারখানেক রাজনৈতিক নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এখন কারাগারে তেমন রাজনৈতিক নেতাকর্মী নেই বললেই চলে। কারাগারে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ও বিভিন্ন জঙ্গী সংগঠনের সদস্যরা বন্দীরা রয়েছেন। তারা মুক্তির জন্য বিক্ষোভ করছেন।