Logo
Logo
×

সারাদেশ

ভোলায় শিক্ষার্থীদের গণমিছিল ও সড়ক অবরোধ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

ভোলায় শিক্ষার্থীদের গণমিছিল ও সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ভোলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা গণমিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এ সময় ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভোলার শহরের কালিনার্থ রায়ের বাজার সংলগ্ন মোল্লা ব্রিজ এলাকা থেকে একটি গণমিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় এসে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়েছে তখন সরকার সহজে কোটা সংস্কার করতে পারবো। তাহলে আর আমাদের এতগুলো ভাই-বোনদের হারাতে হতো না। আমাদের ভাই-বোনদেরদের জীবনের বিনিময়ে কোটা সংস্কার তো আমরা চাইনি। সরকার অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের ৯ দফা দাবি পূরণ করতে হবে, অনথায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন