৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের মিছিল
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়াসহ ৯ দফার বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখা গেছে।
আজ সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে প্রধান ফটকে গিয়ে শেষ করে। কোটা আন্দোলনে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার লাইভ আপডেটে এমনটাই বলা হয়েছে।
বিবিসি বাংলার লাইভ আপডেটে বলা হয়, আন্দোলনকারীদের মিছিলের সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল। তবে শিক্ষার্থীদের তারা বাধা দেয়নি। শিক্ষার্থীদের সাথে কয়েকজন শিক্ষককেও সংহতি জানাতে দেখা গেছে।
শিক্ষার্থীরা বলেন, তারা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছেন।