Logo
Logo
×

সারাদেশ

গায়েবানা জানাজা বলে কিছু নেই বলেই ইমামকে আটক করলেন ওসি

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৮:৫৯ পিএম

গায়েবানা জানাজা বলে কিছু নেই বলেই ইমামকে আটক করলেন ওসি

ওসি আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে কোটা সংস্কারের দাবির আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ছিলেন বেশ কয়েকজন। এ সময় পুলিশ এসে নামাজ পড়া অবস্থায় ইমামকে আটক করে নিয়ে যায়। 

আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় এই ঘটনা ঘটে। আটক ইমামের নাম আব্দুর রহমান হিরন। থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা পড়াচ্ছিলেন তিনি। 

জানা যায়, গায়েবানা জানাজা পড়ানোর সময় মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে হিরনকে আটক করা হয় এবং অন্যদের নামাজ থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একজন পাশ থেকে বলেন, তারা নামাজ পড়ছিলেন। তখন ওসি বলেন, ‘গায়েবানা নামাজ বলে কিছু নেই।’ 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে সড়কে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়। একইসঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। 

যদিও জানাজার নামাজ থেকে ইমামকে আটকের পর তার বক্তব্য ‘গায়েবানা নামাজ বলে কিছু নেই’ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন