Logo
Logo
×

সারাদেশ

শাবিপ্রবিতে জাফর ইকবালকে প্রবেশে আজীবন ‘নিষেধাজ্ঞা’!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৪:০১ পিএম

শাবিপ্রবিতে জাফর ইকবালকে প্রবেশে আজীবন ‘নিষেধাজ্ঞা’!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আজীবন ‘নিষেধাজ্ঞা’ দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থী ও শাবিপ্রবির বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। বিবৃতিতে ‘মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো’ বলে উল্লেখ করা হয়।

এদিকে ওই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেলা ৩টার মধ্যে কোয়ার্টার ত্যাগ করার জন্য বলা হয়।

একই সঙ্গে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন ও উপাচার্য ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। 

ড. মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী ড. ইয়াসমিন হকও শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। কোটা আন্দোলন নিয়ে গতকাল মঙ্গলবার একটি নিবন্ধ লিখেন মুহম্মদ জাফর ইকবাল। ফেসবুকে নিবন্ধনের একটি ছোট অংশ ভাইরাল হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন