Logo
Logo
×

সারাদেশ

কোটা আন্দোলন

জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:৫১ পিএম

জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

মশাল মিছিল চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার এবং চলমান কোটা আন্দোলনে দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। সেই হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের এক দফা দাবি বাস্তবায়ন করতে তারা এই প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করেছেন।

গত কয়েকদিন কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা দফায় দফায় মহাসড়ক অবরোধ করেন জাবি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন