কোটা সংস্কারের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরী গেট) অবরোধ শুরু করেছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী আজ বুধবার সকাল ১০টা থেকে এ অবরোধ করেন আন্দোলরত শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম এই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে শিক্ষার্থীরা রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিচ্ছেন।
আন্দোলনকারীদের এ সময় ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এসব স্লোগান দিতে দেখা যায়।